সারাদেশ

এয়ার ফ্রাইয়ারের ভেতরে দেড় কেজি সোনা

দুবাই থেকে ঢাকায় আসেন ফেরেদৌসি আরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাল্লাশির সময় তার লাগেজে থাকা এয়ার ফ্রাইয়ারের ভেতরে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। সেটি ভেঙে চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন। তিনি জানান, এয়ার ফ্রাইয়ারটি ভেঙে পাওয়া চাকতি আকৃতির স্বর্ণপিণ্ডের ওজন ১৩৯০ গ্রাম। এছাড়া একটি বার ও ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১৬০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

এ ঘটনায় যাত্রী ফেরেদৌসি আরাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার গ্রামের বাড়ি ফেনিতে।