এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাকের হুমকি আইএসের
এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাকের হুমকি দিয়েছে আইএস। তাও আবার দিনক্ষণ ঠিক করে। সোমবার রাতে মুম্বইয়ের থানার এয়ার ইন্ডিয়ার কল সেন্টারে ফোনে হুমকি দিয়েছে আইএস। ফোনে বলা হয়েছে ২৮ নভেম্বর শনিবার হাইজ্যাক করা হবে এয়ার ইন্ডিয়ার বিমান।
ফোনের হুমকিদাতা হিন্দি ভাষায় এ হুমকি দেন । ওই ব্যক্তি নিজেকে আইএসের জঙ্গি বলে পরিচয় দিয়েছেন। ফোনটির সূত্র নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্যারিস হামলার পর এই হুমকি বার্তাটিকে হালকাভাবে দেখতে নারাজ DGCA-I। ইতিমধ্যেই দেশের সমস্ত বিমানবন্দরের পাশাপাশি উড়ানো সংস্থাগুলোকেও সতর্ক করা হয়েছে।