uncategory

এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুস্থিত ৩২৪৭ জন

২০২১ সালের এসএসসি‘র রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষায় আজ তৃতীয় দিন  ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী উপস্থিত হয়নি।  এর আগে প্রথম দিন (১৪ নভেম্বর) পদার্থবিজ্ঞান পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৪৮ জন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষার্থী ছিল চার লাখ ৯২ হাজার ৩৮০ জন। এদের মধ্যে উপস্থিত ছিল চার লাখ ৮৯ হাজার ১৩৩ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩০ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ হাজার ৩২৪ জন উপস্থিত ছিল। আর ২২২ জন পরীক্ষায় অংশ নেয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ডের ৭৯ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৪২৩ জন উপস্থিত ছিল।  আর ৪১৩ জন অংশ নেয়নি।

বরিশাল শিক্ষা বোর্ডের ২৪ হাজার ১০৪ জন পরীক্ষর্থীর মধ্যে ২৩ হাজার ৯৪৬ শিক্ষার্থী উপস্থিত ছিল।  আর ১৫৮ জন পরীক্ষায় অংশ নেয়নি।

সিলেট শিক্ষা বোর্ডের ২০ হাজার ২০৮ জন পরীক্ষর্থীর মধ্যে ২০ হাজার ৫৩ উপস্থিত ছিল।  আর ১৫৫ জন অংশ নেয়নি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ৭৭ হাজার ৩৪৫ জন পরীক্ষর্থীর মধ্যে ৭৬ হাজার ৯০৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। আর ৪৩৭ জন পরীক্ষায় অংশ নেয়নি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ৫৩ হাজার ৩২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৮৯১ জন উপস্থিত ছিল। আর ৪৩৪ জন অংশ নেয়নি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৩৯ হাজার ৯৮৪ জন পরীক্ষর্থীর মধ্যে ৩৯ হাজার ৭১২ উপস্থিত ছিল। আর ২৭২ জন পরীক্ষায় অংশ নেয়নি।

যশোর শিক্ষা বোর্ডের ৩৬ হাজার ৬১৬ জন পরীক্ষর্থীর মধ্যে ৩৬ হাজার ৪১২ শিক্ষার্থী উপস্থিত ছিল। আর ২০৪ জন অংশ নেয়নি।