এমন বাংলাদেশ গড়তে চাই যেটা হবে এক পরিবার: ড. ইউনূস
ঢাকা জার্নাল রিপোর্ট
ইউনূস বলেন, “আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকবো এটাই নিশ্চিত করতে চাই।” একইসাথে সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেটা হবে এক পরিবারের মতো;এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ইউনূস বলেন,আমরা বাংলাদেশের মানুষ,বাংলাদেশে থাকবো এটাই নিশ্চিত করতে চাই। একইসাথে সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় ইউনূস ধর্ম বা জাতি দিয়ে নিজেদেরকে বিভক্ত না করার আহবান জানিয়ে বলেন,দেশের সব মানুষের জন্য এক আইন, এক সংবিধান। বর্তমানে বিভক্ত হয়ে নয় বরং সবাই ঐক্যবদ্ধভাবে সংকটের সমাধান করতে হবে। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন,নিজেদের সংখ্যালঘু,অমুক-তমুক বলে শ্রেণিবিভাগ না করে বলেন,আমরা এই দেশের মানুষ, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা হোক। সব সরকারের কাছে এটা চাইতে হবে।