এপিরাস-এর নতুন মিউজিক ভিডিও: যাইওনা, কণ্ঠে নিলয়
ঢাকা জার্নাল ডেস্ক
ইলেকট্রিক ডান্স মিউজিক (ইডিএম) এখন বিশ্বজুড়ে সমাদৃত । এই ধারার বাংলা গান তৈরি করে দুই সহোদর বেশ সুনাম কামাচ্ছেন । দুই ভাই শেখ সামি মাহমুদ এবং শেখ শফি মাহমুদের মূল পরিচিতি ‘এপিরাস’ জুটি নামে । যে জুটি এবার হাজির হচ্ছেন নতুন গান ‘যাইও না’ নিয়ে ।
ভ্রাতৃদ্বয়ের সুর-সংগীতে বিশেষ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় । কথা লিখেছেন সামি । আব্দুল্লাহ হৃদয়ের নির্দেশনায় তৈরি হলো একটি ভিডিও । যাতে নিলয়কে মাঝে রেখে মডেল হয়েছেন সামি ও শফি ।
গানটি নির্মাণ প্রসঙ্গে সামি মাহমুদ বলেন, ‘২০২৩ সালের শেষের দিকে ‘যাইও না’ গানটি লেখা শুরু করি। প্রথমে সুর, পরে আমরা মিউজিক প্রোডাকশনে এগিয়ে যাই । শুরুতে আমরা একজন বিশেষ কণ্ঠশিল্পী খুঁজছিলাম, যিনি এই গানটির জন্য উপযুক্ত হবেন । আর তখনই আমরা নিলয় ভাইকে প্রস্তাব দেই। তার দুর্দান্ত কণ্ঠ আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা এই গানটি নিয়ে বেশ আশাবাদী।’
গানটি গেয়ে নিলয়ও বেশ খুশি। তিনি বলেন, ‘আমার এ পর্যন্ত গাওয়া অন্যতম একটি গান হতে যাচ্ছে এটি। গানটি ভীষণ সুন্দর সুর করেছে সামি ও শফি। অনেকদিন পর নিজের গাওয়া কোনও গানের মিউজিক ভিডিওতে সরাসরি অংশগ্রহণ করে খুবই আনন্দিত। এই গান এবং ভিডিও বাংলা সংগীতকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে বলে আমি মনে করি।’
গানের অন্য প্রণেতা শফি মাহমুদ যোগ করেন, ‘এই গানটি দিয়ে আমাদের নতুন একটি সিরিজের সূচনা হতে যাচ্ছে। যখন গানটি শুনবেন, আপনি লক্ষ্য করবেন মোলায়েম পপ সুরের সঙ্গে ইলেকট্রনিক মিউজিকের মিশ্রণ। আমরা বিশেষ করে গানের ড্রপ-এ যে ধরণের সাউন্ড ব্যবহার করেছি, তা আপনাকে অন্য একটি অনুভূতিতে নিয়ে যাবে। এখন আমরা অপেক্ষা করছি দর্শকরা কীভাবে মিউজিক ভিডিও এবং অডিওটিকে গ্রহণ করে । তারা পছন্দ করলে আমরা সবচেয়ে বেশি খুশি হবো ।’
‘যাইও না’ সংশ্লিষ্টরা জানান, ১২ সেপ্টেম্বর গানটির অডিও এবং ভিডিও উন্মুক্ত হচ্ছে অ্যাপিরাস ভেভো, ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টিডাল ও অ্যামাজন মিউজিকে।
APEIRUSS সম্পর্কে: APEIRUSS হল একটি ইলেকট্রনিক মিউজিক জুটি, যারা EDM এবং বাঙালি প্রভাবের মিশ্রণে তাদের সৃজনশীল উদ্ভাবনের জন্য পরিচিত। ভাই Sheikh Saami Mahmud এবং Sheikh Shafi Mahmud-এর নেতৃত্বে তারা তাদের স্বাধীন মিউজিক প্রকল্পগুলির মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং বিশ্বব্যাপী শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
শিরোনাম: Jaiona
কণ্ঠ: Niloy
কথা ও সুর: Saami (APEIRUSS)
কম্পোজিশন ও মিউজিক প্রোডাকশন: APEIRUSS (Sheikh Saami Mahmud & Sheikh Shafi Mahmud)
রেকর্ডিং, মিক্স ও মাস্টারিং: APEIRUSS Studio, গুলশান, ঢাকা
ভিডিওর ক্রেডিট:
পরিচালক: Abdullah Hridoy
সহযোগী পরিচালক: MI Ove, Imtiaz Arian
DOP: Helal Khan Irish
এডিট, FX ও কালার: Nahidul Islam Mamun
মেকআপ: Mahadi Mahammd Mahadi
প্রোডাকশন ম্যানেজার: Mamun
BTS ক্রু: Sheikh Saadi Mahmud, Rudro Das, Abrar Sahil
ফটোগ্রাফি: Nazmul Hossain Himel
Apeiruss টিম ম্যানেজার: Saif Ali
বিশেষ সহায়তা: Hossain Emon
বিশেষ ধন্যবাদ: Yamaha Music Bangladesh, Hossain Emon