একাদশে ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ
ঢাকা জার্নাল: একাদশে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (০৬ জুলাই) বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য প্রথমবার সারা দেশে একযোগে অনলাইনে আবেদনের পর গত ২৮ জুন মধ্যরাতে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়।
এতে মোট ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী।
প্রথম মেধা তালিকা প্রকাশের পর নানা রকম অসঙ্গতি দেখা যাওয়ায় বিলম্ব ফি ছাড়া আগামী ২৬ জুলাই পর্যন্ত চার দফায় ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।
প্রথম মেধা তালিকা থেকে রোববার পর্যন্ত ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ঢাকা জার্নাল, জুলাই ০৬, ২০১৫