Lead

উড়ালসড়কে চলবে বিআরটিসির ৭৯ বাস

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়ালসড়ক) বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁওয়ের ফার্মগেট পর্যন্ত প্রথম অংশ উদ্বোধন করা হয়েছে শনিবার (২ সেপ্টেম্বর)। রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে উড়ালসড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও গণপরিবহন খুব একটা চলতে দেখা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে এই উড়াল সড়কে বাস চালানোর কথা জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

রবিবার (৩ সেপ্টেম্বর) সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের কম সময়ে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিআরটিসির ৭৯টি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি একটি বেসরকারি টেলিভিশনকে আরও জানান, গাজীপুর থেকে আসা বিআরটিসির এসব বাস বিমানবন্দর হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলাচল করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল থাকায় বাসভাড়া নিয়ে জানতে চাইলে বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘বর্তমান তালিকা অনুযায়ী বাসভাড়া নেওয়া হবে। এই উড়ালসড়কে যাত্রীর সংখ্যা বাড়লে ভবিষ্যতে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।’