ঈদ পার্টির নামে হচ্ছেটা কী
ঢাকা জার্নাল: লাগবে নাকি? ভালো পার্টি আছে? কাকলী মোড় বা এয়ারপোর্ট রোডের কাকলী ক্রসিংয়ে দাঁড়ালে সবাইকে এ প্রশ্ন করছে কয়েকজন। আসলে এরা পেশায় আবাসিক হোটেলের নারীর দালাল। জাদু নামের একজন দালালের সাথে ৪ তলায় গিয়ে দেখা গেলো একটি কাঁচে ঘেরা রুমে ৮০-৯০ জন স্বল্পবসনা নারী। সিগারেটের ধোঁয়া, নোংরা পরিবেশ আর ব্যাপসা গরমে হোটেলের পরিবেশ নরকতুল্য। এর মধ্যে অনেক রুমে মেয়েদের নিয়ে ঢুকে পড়ছেন খদ্দেররা।
হোটেলের দালালরা এয়ারপোর্ট সড়ক ও বনানীন ডিওএইচএস সড়কে গিয়ে মানুষকে মৃদু স্বরে বলে স্পেশাল পার্টি আছে, লাগবে?
রাজধানীর বনানীর আবাসিক হোটেলে ঈদের রাতে সেক্স পার্টি।ঈদের রাত থেকে ৫ দিনব্যাপী সেক্স পার্টির আয়োজন করেছে বনানী থানার কাকলি এলাকার সি-কুইন আবাসিক হোটেল। এয়ারপোর্ট রোডের বামে অ্যাপক্সে গ্যালারীর পাশের এ হোটেলটিতে ঈদের দিন সন্ধ্যায় সরজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
ঢাকা জার্নাল, অক্টোবর ১৭, ২০১৩।