ঈদ ও শারদীয় উৎসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল
ঢাকা জার্নাল: আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ আইন শৃঙ্খলা সমন্বয় সেল’র সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন। এছাড়া রাজনৈতিক অনুবিভাগের যুগ্ম সচিব এতে সার্বিক সহযোগিতা দেবেন।
ঈদ ও শারদীয় উৎসবে আইন-শৃংখলা পরিস্থিত মনিটর করতে সহযোগিতার জন্য ওই সমন্বয় সেলে যোগাযোগ করতে বলা হয়েছে।
টেলিফোন নম্বর : ৯৫৭৪৫২৯ এবং ফ্যাক্স নম্বর : ৯৫৭৪৫২৮।
ঢাকা জার্নাল, অক্টোবর ৯, ২০১৩।