ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ২১ দিন
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ শুক্রবার (২৭ অক্টোবর) ২১তম দিনে গড়িয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ নিতে ২০ দিন ধরে টানা বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সংঘাতের তিন সপ্তাহে অন্তত আট হাজার ৪২৮ জন মানুষ নিহত হয়েছেন। এখনও প্রতিদিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭ হাজার ৪২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা দুই হাজার ৯১৩। জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ।
ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় প্রায় দুই লাখ বাড়ি আংশিক কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েল সরকার জানিয়েছে, হামাসের হামলায় তাদের ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২২২ ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস।
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পৃথিবীজুড়ে শত শত মানুষ বিক্ষোভ করছেন। যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বহু দেশ।
সূত্র: বিবিসি, আল জাজিরা