ইশারায় কাজ করবে গুগল আর্থ!
ঢাকা জার্নাল- পার্সোনাল কম্পিউটার নির্মাতা হিউলেট প্যাকার্ডের পর এবার গুগল আর্থের সঙ্গে জুটি বাঁধলো লিপ মোশন। এখন থেকে গুগল আর্থেও ব্যবহার করা যাবে লিপ মোশনের তৈরি ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রণ করার প্রযুক্তি। জেশ্চার কন্ট্রোলের জন্য ডিভাইসটি ৮০ ডলারে বিক্রি করছে লিপ মোশন। ডিভাইসটি চালানোর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বানাতে ১০ হাজার ডিভাইস অ্যাপ পৌঁছে গেছে অ্যাপ ডেভেলপারদের কাছে।