আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ২৭

hamla1ঢাকা জার্নাল: ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলের একটি ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

এর মধ্যে ২ জন শিশুও রয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও বৃহস্পতিবার বিকেলের এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান।

মুখপাত্র জানান, হামলাকারী প্রথমে পায়ে হেঁটে ক্যাফেতে প্রবেশ করেন এবং যেখানে মানুষজনের ভিড় ছিল সেখানে গিয়ে বিস্ফোরণটি ঘটান।

তবে এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, নিহতদের অধিকাংশই তরুণ। বিস্ফোরণের সময় তারা পুল খেলছিলেন।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার ইরাকের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে এ আত্মঘাতী বিস্ফোরণটি ঘটলো। ২০১০ সালের পর এই প্রথম দেশটিতে প্রাদেশিক নির্বাচন হতে যাচ্ছে।

মুখপাত্র জানান, বিস্ফোরণের ফলে ভবনটির একপাশ ধসে পড়‍ায় ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন। জরুরি সহায়তা কর্মকর্তারা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত সোমবার ইরাক জুড়ে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়। এ ছাড়া আহত হয় অন্তত ২শ সাধারণ মানুষ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.