ইন্টারন্যাশনাল হোপ স্কুলে পাঁচ দিনব্যাপী চলছে ‘মিউজিক অ্যান্ড আর্ট ফেস্ট’
ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘মিউজিক অ্যান্ড আর্ট ফেস্ট ২.০’ শুরু হয়েছে। গত ১০ সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসব আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠানমালা।
‘মিউজিক অ্যান্ড আর্ট ফেস্ট ২.০’ এর কনসার্ট অনুষ্ঠিত হবে স্কুলটির উত্তরা ক্যাম্পাসে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিশেষ অতিথিরা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল হোপ স্কুলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটি জানায়, ‘মিউজিক অ্যান্ড আর্ট ফেস্ট ২.০’ এ রয়েছে নানা আয়োজন। উৎসবের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকছে ড্রাম মার্চিং, আর্ট ওয়ার্কশপ, চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী।
আর্ট ওয়ার্কশপ পরিচালনা করছেন চিত্রশিল্পী এবং চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিশ্বজিত গোস্বামী।
পাঁচদিন ব্যাপী আয়োজনে আরও থাকছে ইয়ামাহা বাংলাদেশের সহযোগিতায় মিউজিকাল ইন্সট্রুমেন্ট এক্সিবিশন। উৎসবের শেষদিন সকাল ১১টা ২৫ মিনিট থেকে শিক্ষার্থী, শিক্ষক এবং গেস্ট পারফর্মারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কনসার্ট। একই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ক্যারিকেচার অঙ্কন।