ইউনূসের বিচারের দাবিতে মানববন্ধন
ঢাকা জার্নাল: উচ্চহারে সুদ নিয়ে গ্রামীণ নারীদের নি:স্ব করায় ড. মুহাম্মদ ইউনূসের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ বাম ফ্রন্ট ও ন্যাপ (ভাসানী)।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দু’টি আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জাননো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাম ফ্রন্টের চেয়ারম্যান ডা. এম এ সামাদ এবং বাংলাদেশ বাম ফ্রন্টের সচিব মোস্তফা আল খালিদ বিন মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষদের উচ্চ সুদের ‘ফাঁদে’ ফেলে নি:স্ব ও সর্বহারা করছে। সুদের টাকা পরিশোধ করতে না পেরে অনেকে আত্মহত্যা করছেন। এই আত্মহত্যার জন্য ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকই দায়ী। এর জন্য ইউনূসের বিচার দাবি করছি।
বক্তারা আরো বলেন, বিশ্বের অন্য কোন দেশে এতো উচ্চহারে সুদ নেওয়া হয়না।
ঢাকা জার্নাল, অক্টোবর ০৪, ২০১৩