ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ রাশিয়ার
ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ করেছে রাশিয়া। দেশটির দাবি, রুশ নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের একটি বেকারি ও রেস্টুরেন্টে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। সপ্তাহান্তে তারা ওই হামলা চালিয়েছিল। সোমবার (৫ ফেব্রুয়ারি) এইসব তথ্য জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ।
রুশ কর্তৃপক্ষের দাবি, পূর্ব ইউক্রেনের লিসিচানস্ক শহরে ইউক্রেন সেনাবাহিনীর ওই হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেনীয় কর্র্তপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।