আ’ লীগ চাইলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারবে
ঢাকা জার্নাল: নির্বাচন হবে কিনা সন্দেহ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে আওয়ামী লীগ চাইলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারবে।
এর কারণ হিসেবে তিনি বলেন, এটা আ’ লীগের পুরনো স্বভাব। তারা জনগণের রায় নিয়ে আবার ক্ষমতায় আসতে পারবে এ আস্থা তাদের নেই।
রোববার রাত ১০টায় ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জাগরণি ক্লাব মাঠে দলের আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহÑসভাপতি গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরী। এসময় অন্যান্য দলের শতাধিক নেতাকর্মী তাঁতীদলে যোগদান করেন।
ঢাকা জার্নাল, আগস্ট ২৬, ২০১৩