আহম্মেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ঢাকা জার্নাল: চেক প্রতারণা মামলায় চলচ্চিত্র অভিনেতা আহম্মেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (২২ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের অন্যতম আইনজীবী রোকন রেজা শেখ পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক কোটি ৬৭ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলায় আহম্মেদ শরীফকে সমন দেওয়া হয়েছিল। সময় পেয়েও তিনি আদালতে না আসায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মোশাররফ হোসেন সুমন নামক জনৈক ব্যবসায়ী এ মামলাটি দায়ের করেছিলেন।
ঢাকা জার্নাল, জুন ২২, ২০১৫