আসামে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২
ভারতের আসামে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার (৩ জানুয়ারি) সকালে গোলাঘাট জেলায় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহি বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। বাসটিতে ৪৫জন যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, বাসটি টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। গোলাঘাটের কমরবন্ধ এলাকা থেকে একদল লোক বাসটিতে করে রওনা হয়েছিল। বালিজান এলাকায় অপরদিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করে আহতদের স্থানীয় হেলথ সেন্টারে পাঠানো হয়। পরে হাসপাতলে আরও ২ জন মৃত্যুবরণ করেন।
ঘটনাস্থলেই মারা যাওয়া যাত্রীদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।