আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় শিল্পপুলিশ নিহত
আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় মকবুল নামে এক শিল্পপুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক শিল্পপুলিশ সদস্য।
বুধবার (০৪ নভেম্বর) সকালে নবীনগর-কালিয়াকৈর সড়কের বাড়ইপাড়া চেকপোস্টে এ ঘটনা ঘটে। আহত অপর শিল্পপুলিশ সদস্যের নাম নূর আলম।
সাভার থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ রাসেল হামলার ব্যাপারে জানান, বাড়ইপাড়া চেকপোস্টে মকবুল ও নূর আলম টহল দেওয়ার সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এসময় তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। দু’টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে এসেছিলো। ঘটনার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত শিল্পপুলিশ সদস্যদের উদ্ধার করে পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মকবুল মারা যান বলে জানিয়েছেন ওই হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান।
শিল্প পুলিশের পরিচালকের দায়িত্বে থাকা আশুলিয়া জোনের অতিরিক্ত পুলিশ সুপার কাওসার শিকদার বলেছেন, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাটিতে উগ্রপন্থীদের হাত থাকতে পারে। গত ২১ অক্টোবর রাজধানীর গাবতলীতে পুলিশ চেকপোস্টে তল্লাশীর সময় নিহত উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যাকান্ডের সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
নভেম্বর ০৪, ২০১৫