আয়ারল্যান্ড বিএনপির ক্ষোভ
ঢাকা জার্নালঃ আয়ারল্যান্ড বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র ক্ষোভ ও ধিক্কার জানিয়ে বলেছেন, সরকার শাপলা চত্বরে বাংলাদেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতার শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ, র্যাব, বিজিবি ও ছাত্র-যুবলীগের সন্ত্রাসীরা রাতের অন্ধকারে হঠাৎ চতুর দিক থেকে আক্রমণ করে গুলি, গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে ধর্মপ্রাণ জনতাকে হত্যা ও আহত করেছে।
তারা জানায়, ৫ই মে বাংলাদেশের ইতিহাসে আরেকটি কালো রাতের ইতিহাস রচিত হলো।
তারা বলেন, বিরোধীমতের লোকদের ঘায়েল করার ব্যর্থ অপচেষ্টার অংশ হিসাবে হেফাজতে ইসলামের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার নৈরাজ্য ও তাণ্ডবলীলা চালিয়েছে।
এঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আয়ারল্যান্ড বিএনপি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া থেকে বিরত থেকে প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধের জন্য তিনি আওয়ামী সরকারকে আহ্বান জানান।