বিনোদন

`আমি এখনও ভার্জিন’

images (1)ঢাকা জার্নাল: সালমান খান মানেই নতুন কিছু! সালমান মানেই বক্স অফিসে ভাংচুর, সালমান মানেই নিত্য-নতুন প্রেম আর গরমা-গরম ‘ব্রেকআপ’।
কখনও মাতাল হয়ে ফুটপাথে গাড়ি উঠিয়ে দিচ্ছেন, তো কখনও অনুমতি না নিয়ে ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলা ফটোগ্রাফারের গায়ে হাত তুলছেন।

মোট কথা সালমান মানেই বিতর্ক, সালমান মানেই ঘটনা! কিন্তু তাই বলে এই কথা! তা নতুন কী বললেন সাল্লু মিয়া, যার কারণে এত শোরগোল? এই তো কদিন আগে পরিচালক করণ জোহারের জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ রীতিমতো বোমা ফাটালেন, ‘আমি এখনও ভার্জিন। যার সঙ্গে আমার বিয়ে হবে তার জন্যই ভার্জিনিটি বাঁচিয়ে রেখেছি আমি। একটা সময় ছিল যখন আমি সত্যিই বিয়ে করতে চাইতাম। কিন্তু তখন হল না। অনেকবার বিয়ের দিকে এগিয়েও শেষ পর্যন্ত হল না।’

সালমানের বয়স এখন ৪৭।
বহু মহিলার সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক মিডিয়ায় ঝড় তুলেছে বিভিন্ন সময়ে। প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিকে বিয়ে করতে প্রস্তুত ছিলেন বলেও জানান তিনি। বিয়ের কার্ডও নাকি ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই সঙ্গীতা সালমানকে অন্য মহিলার সঙ্গে আবিষ্কার করেন। সেখানেই ইতি সম্পর্কের। সালমান নিজেই জানান, ‘আমি এখন জীবনের যেই পর্যায়ে রয়েছি, তাতে বিয়ের জন্য উপযুক্ত নই।’

কাজের জগতে প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে কীভাবে সহজ সম্পর্ক রাখেন? করণের প্রশ্নের উত্তরে সালমান বলেন, ‘কাউকে আমি সম্পূর্ণ উপেক্ষা করি। তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করি। এই কারণে নয় যে, আমি তাদের সামনে আসতে ভয় পাই। তাদের নিজেদের জীবন রয়েছে। আমি চাই তারা নিজেদের জীবনে খুশি থাকুক। তবে সঙ্গীতার সঙ্গে সম্পর্ক পরিবারের মতো।’

এই হলো কথা! প্রায় ৫১ মিনিটের শো-এ বর্তমান ব্যস্ততা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আরও অনেক কথা বলেছেন বলিউডের পান্ডে জি। তবে তার এই বোমা ফাটানো কথা ইতিমধ্যেই ‘টক অব দ্য টাউন’ হয়ে গেছে। দেখা যাক এখন জল কতদূর গড়ায়! সূত্র: স্টার ওয়ার্ল্ড

ঢাকা জার্নাল, ডিসেম্বর ৩, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.