Lead

আমার দেশের প্রেস সিলগালা


731c0d5030497bcdab6ebab5906e29d5_XLঢাকা জার্নাল:
 তেজগাঁও শিল্প এলাকায় ৪৪৬/সি ও ডি এলাকায় অবস্থিত আমার দেশের প্রেস আদালতের নির্দেশে সিলগালা করে দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে পৌনে ১১টা পর্যন্ত অভিযান চালানোর পর গোয়েন্দা পুলিশ তালা দিয়ে একটি কম্পিউটারের জব্দ সিপিইউ নিয়ে যায়।

প্রেস ম্যানেজার মহিউদ্দিন জিলানী টিপু জানান, ডিবি পুলিশের একটি দল আদালতের নির্দেশনার কথা বলে প্রেসে তালা দিয়েছে।

তিনি আরো জানান, ডিবি এ সময় প্রেস থেকে বেশকিছু পুরোনো সংখ্যা, অফিসের কাগজপত্র এবং কম্পিউটারে কি সংরক্ষিত  আছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে।

তিনি অভিযোগ করেন, পুলিশের কাছে আদালতের নির্দেশনার একটি কপি চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়।

তেজগাও বিভাগের উপ পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত রাষ্ট্রদ্রোহী মামলায় আদালতের নির্দেশ মোতাবেক আমার দেশ পত্রিকার ছাপাখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, আদালতের নির্দেশনা মোতাবেক ছাপাখানাটি মামলার আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিল্পাঞ্চল থানা পুলিশের সহযোগিতায় রাতে ছাপাখানাটি সিলগালা করে দেয় বলে তিনি জানান। সূত্র: বিনিউজ২৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.