‘আমরা চট্টগ্রাম ৯৩’ এর দ্বিতীয় রিইউনিয়ন অনুষ্ঠিত
এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধু সংগঠন আমরা চট্টগ্রাম ৯৩ এর ২য় রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চট্টগ্রামের বোর্ড ক্লাবে এই আয়োজন হয়। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা এই মিলন মেলায় অংশ গ্রহণ করেন। এ সময় ব্যাচের বন্ধুদের হাসি–আনন্দ–স্মৃতিচারণ–আড্ডায় মুখর হয়ে উঠেছিল বোর্ড ক্লাব প্রাঙ্গণ।
কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব এরপর ছিল বন্ধুদের স্মৃতিচারণ, বিভিন্ন অঞ্চল ভিত্তিক ফটো সেশন এবং এডমিন প্যানেলের আলোচনা।
দুপুরে মধ্যাহ্ন ভোজের পরে দ্বিতীয় পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ৯৩ ব্যাচের সংগীত শিল্পীরাসহ চট্টগ্রামের অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
সারা দেশের এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু সংগঠন ‘আমরা ৯৩’এর এডমিন মোহাম্মদ ওমর ফারুক বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন,আমরা ৯৩ বন্ধু সংগঠন বন্ধুদের এবং দেশের মানুষের স্বার্থে বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছি এবং এই কাজ ভবিষ্যতে অব্যহত রাখতে বন্ধুদের প্রতি আহবান জানান। এতে আরো বন্তব্য দেন এনামুল হায়দার চৌধুরী শিপনসহ আমরা চট্টগ্রাম ৯৩ এর এডমিন প্যানেলের বন্ধুরা।