আব্দুল হামিদকে অভিনন্দন শেখ হাসিনার
ঢাকা জার্নাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে বৈঠক শুরু করেছেন। বৈঠকে আব্দুল হামিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শেষে রোববার দুপুর দুইটা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার কার্যালয়ে যান।
প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ রয়েছেন।
এর আগে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক চলাকালে বেলা ১২টা ৪৪ মিনিটে অস্থায়ী রাষ্ট্রপতি তার সংসদ ভবনের কার্যালয়ে যান।
এদিকে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শেষে দলের সিনিয়র নেতা ও সংসদ সদস্যরা অস্থায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং অভিনন্দন জানান।
ঢাকা জার্নাল, এপ্রিল ২০১৩