শীর্ষ সংবাদ

আবার ‘গণজাগরণ মঞ্চের’ অবস্থান

27_Motijhil+Protest_270213

ঢাকা জার্নালঃ মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় ঘোষণাকে সামনে রেখে আবারও শাহবাগে অবস্থান নিয়েছে ‘গণজাগরণ মঞ্চ’।

বুধবার সন্ধ্যা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে জড়ো হতে শুরু করেছেন নতুন প্রজন্মের যোদ্ধারা। টানা ২৪ ঘণ্টার জন্য শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নিয়েছে ‘গণজাগরণ মঞ্চ’।

এর আগে ‘গণজাগরণ মঞ্চের’ মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের পাঠানো বিবৃতি ‍জানানো হয়, আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, যুদ্ধাপরাধের যে কোনো রায় ঘোষণার আগের দিন থেকেই শাহবাগে ২৪ ঘণ্টার টানা অবস্থান নেবে ‘গণজাগরণ মঞ্চ’। সে লক্ষ্যেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। টানা অবস্থানকালে চলবে স্লোগান, গণসঙ্গীত ও আবৃত্তি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.