আদালতে নেওয়া হচ্ছে রনিকে
ঢাকা জার্নাল: সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মওলা রনিকে আদালতে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে তাকে আদালতে নিয়ে যেতে দেখা গেছে।
ডিসি মাসুদুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, সাংবাদিক মারধরের মামলায় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। রাতে তাকে রাখা হয় এখানেই।
ঢাকা জার্নাল, জুলাই ২৫, ২০১৩