আত্মসমর্পণ করতেই হবে মির্জা ফখরুলকে
ঢাকা: নাশকতার তিন মামলায় আত্মসমর্পণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময় আবেদন মঞ্জুর করেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
তবে, এ তিন মামলার জামিন আবেদনে হাইকোর্টের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিস্পত্তি করতে আদেশ দিয়েছেন আদালত।
সোমবার(০২ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
নভেম্বর ০২, ২০১৫