আকামা পরিবর্তনের সুযোগ দিল সৌদি আরব
ঢাকা জার্নাল: সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের আকামা বা কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটির সরকার।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, রোববােরর মধ্যে তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
গত ৪ মে জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল ফয়সালের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বৈঠকের পর এ সিদ্ধান্ত এল।
দুদিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার পাশাপাশি সৌদি উপপ্রধানমন্ত্রী যুবরাজ সালমান বিন আবদুল আজিজ ও সৌদি শ্রমমন্ত্রী আদেল বিন মোহাম্মদ ফাকেহর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
দুই মন্ত্রীই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের নাগরিকরা যাতে আকামা পরিবর্তনের সুযোগটি নিতে পারেন তারা সে বিষয়টি দেখবেন।
তেল সমৃদ্ধ সৌদি আরবে প্রবাসী কর্মীদের মধ্যে এক চতুর্থাংশই বাংলাদেশি। তবে ২০০৯ সাল থেকেই দেশটিতে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রফতানি প্রায় বন্ধ রয়েছে।