আইপিএলেই কোচ হিসেবে থাকছেন পন্টিং
ঢাকা জার্নাল ডেস্ক
খেলোয়াড়ি জীবনে সাফল্যের কমতি নেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংয়ের। একজন ক্রিকেটার হিসেবে সম্ভাব্য প্রায় সব শিরোপাই তুলে ধরেছেন সাবেক এই অজি তারকা। খেলার মাঠের অধ্যায় শেষ করে এসেছেন কোচিংয়ের দায়িত্বে। বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে ছিলেন দীর্ঘ সাত বছর।
যদিও দলকে একবারও শিরোপা জেতাতে পারেননি তিনি। গেল মৌসুমে দিল্লির সঙ্গে তাই চুক্তি শেষ হয়েছিল সাবেক এই অজি তারকার। এবার নতুন মৌসুমের জন্য পাঞ্জাব কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন পন্টিং।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, আগামী কয়েক বছরে জন্য প্রীতি জিনতার দলের সঙ্গে কাজ করবেন তিনি। তবে এই সময়কাল নির্দিষ্ট কত বছর, তা এখনো প্রকাশিত হয়নি।
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত পরপর সবচেয়ে বেশিবার কোচ বদল করল পাঞ্জাব। বিগত সাত মৌসুমে ছয়বার কোচ পরিবর্তন করার পরও সাফল্যের দেখা পায়নি দলটি। ২০১৪ এর আইপিএল আসরে তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব রানার্সআপ হয়েছিল, এটাই এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি লিগে পাঞ্জাবের সর্বোচ্চ অর্জন হয়ে আছে।