আইএসের হাতে বাংলাদেশি জিম্মি
ঢাকা জার্নাল : লিবিয়ার সিরত শহরের একটি তেল কারখানা থেকে এক বাংলাদেশিকে জিম্মি করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। তার সঙ্গে আরও আট বিদেশি নাগরিককে জিম্মি করা হয়েছে।
গত শুক্রবার (৬ মার্চ) শুক্রবার বাংলাদেশিসহ নয়জনকে অপহরণের পর সোমবার (৯ মার্চ) বিষয়টি ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিশ্চিত হয়। অপহৃত ব্যক্তির নাম হেলাল উদ্দিন, তার বাড়ি জামালপুরে।
শুক্রবারই বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা জার্নাল, মার্চ ০৯, ২০১৫