অনন্ত-বর্ষা ১৪ মে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন
ঢাকা জার্নাল: বিশ্বের অন্যতম প্রাচীন, প্রভাবশালী এবং মর্যাদাকর চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৫ মে থেকে ফ্রান্সে শুরু হওয়া যাওয়া এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের এ সময়ের আলোচিত জুটি অনন্ত-বর্ষা।
উৎসবে এবার ঢালিউডের একাধিক চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে অনন্তের প্রযোজনায় ও অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন অনন্ত ও বর্ষা।
এ বিষয়ে অনন্ত বাংলানিউজকে বলেন, ‘ আমি ও বর্ষা বাংলাদেশ থেকে ১৪ মে রওনা করব। ১৭ মে অলিম্পিয়া-১ এ প্রদর্শীত হবে আমাদের অভিনীত ‘নি:স্বার্থ ভালোবাসা’ ছবিটি। এরপর ২১মে স্টার স্ক্রিনে প্রদর্শীত হবে ‘মোস্ট ওয়েলকাম’। আমি সত্যিই অনেক আনন্দিত। আশা করছি, আমাদের ছবি দেখার পর তাদের ভালোলাগবে।’
কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া প্রসঙ্গে অনন্তের সহধর্মিনী বর্ষা বলেন, ‘ আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার অভিনীত ছবি সেখানে প্রদর্শিত হবে। উৎসব শেষে অনন্তসহ আমি ২০ তারিখের দিকে ঢাকা ফিরব।’
অন্যদিকে, ছোট ও বড় পর্দাল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবার আগেই উৎসবের আমন্ত্রণ পেয়েছেন। সেখানে তিনি যাচ্ছেন, এ খবর ইতিমধ্যে তিনি নিশ্চিত করেছেন।
ঢাকা জার্নাল, ৯ মে, ২০১৩