অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম আর নেই
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক, বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা সরকারের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম আজ সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায়
ইন্তেকাল করেন। (ইন্নাহ লিল্লাহে ওয়া ইন্নাহ ইলাহে রাজিউন)।
সরকারের পলী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব ফারহানা হক নীলা স্মৃতিচারন করতে গিয়ে বলেন, অত্যন্ত স্পষ্ট, সাবলীল এবং যুক্তিসংগত কথা বলতেন স্যার। স্যার এ’বছর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে জাতীয় শুদ্ধাচার পুরুস্কারে ভুষিত হোন। আমি যখন স্যারকে ফোনে খবরটি জানাই স্যার তখন কোভিড -১৯ এ আক্রান্ত। স্যার হাসি মুখে বললেল এসব তোমার কারসাজি। আমি বললাম না স্যার বোর্ডের সিদ্ধান্ত। স্যার ধন্যবাদ জানালেন আর বললেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগকে তুমি উজ্জ্বল করে রেখেছো তুমি সাবধানে থেকো আর আমার জন্য দোয়া করো। আমি ঐ দিনই ই-মেইলে স্যারের অর্ডারটি পাঠিয়ে দেই। এরপর স্যারের সাথে আমার কোন কথা হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে বেহেশত নসীব করুন।
স্যারের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।