Lead

অতিরিক্ত যাত্রী বহনে তাৎক্ষণিক ব্যবস্থা

Shahjahan_Khan_159372_0অতিরিক্ত যাত্রী বহন করলে লঞ্চ মালিকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বুধবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে বেঙ্গল শিপিং কোম্পানির এমভি মিতালি ৪ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘লঞ্চ ঘাটে যাতে লঞ্চ মালিকরা ধারণ ক্ষমতার বাইরে যাত্রী বহন না করতে পারে তা তদারকি করতে ভ্রাম্যমান মোবাইলকোর্ট থাকবে। এছাড়া বিআইডব্লিউ কর্মকর্তা নৌ পুলিশ, কোস্টগার্ড স্পিডবোটের মাধ্যমে নদীপথে টহল দেবে।’
অগ্রিম টিকিট ছাড়ার আগেই কেবিন শেষ হয়ে যায় এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক মানুষ নদীপথে চলাচল করে। ওদের চাহিদার তুলনায় কেবিন অপ্রতুল। এ কারণেই কেবিন দ্রুত শেষ হয়ে যায়।’
তিনি লঞ্চ মালিকদের কেবিন বাড়ানোর জন্যও আহ্বান করেন।
যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বিঘ্নে ঘরে ফিরতে চাইলে আপনারা অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না।’
তিনি জানান, যাত্রীদের চলাচলের সুবিধার্থে ১৬টি লঞ্চ আমাদের বহরে যুক্ত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা নদীবন্দরের  নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম খান, বিআইডব্লিউ কর্মকর্তা ভোলানাথ দে, বেঙ্গল শিপিং এর কর্ণধর ডা. আবুল হোসেন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.