ইতালির নির্বাচনে প্রার্থী বাংলাদেশি নারী

মে ২৪, ২০১৩

sima20130523203258ঢাকা জার্নাল: ইতালির রাজধানী রোমে আসন্ন ২০১৩ সালের মিউনিসিপ্যাল নির্বাচনে কমিউনিস্ট দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি সীমা দাস চৌধুরী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রবাসী বাংলাদেশি নারী ইতালির কোনো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

রোমের তরপিনাত্তারার পিসিআই হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ফ্রানসেস্কো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে সীমা দাস চৌধুরীর নাম ঘোষণা করেন।

আগামী ২৬-২৭ মে অনুষ্ঠেয় মিউনিসিপ্যাল নির্বাচনে রোমের পুরাতন ৬ ও ৭নং ওয়ার্ড মিলিয়ে বর্তমান ৫নং ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নেবেন সীমা।

সংবাদ সম্মেলনে সীমা দাস চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “জয়ী বা বিজয়ী যাই হই না কেন, আমি অবশ্যই প্রবাসীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবো।”

তিনি আরও জানান, ইমিগ্রেশন সংক্রান্ত অধিকার, শিশুদের জন্মগত নাগরিক অধিকার, বাসস্থানসহ যেকোনো অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবেন।

আসন্ন এই নির্বাচনে ৫নং কমুনে ছাড়াও কমুনে দি রোমায় বসবাসকারী ইতালিয়ান এবং পার্সর্পোটধারী প্রবাসীরা শুধু ভোট দিতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত আরও দুই প্রার্থী সীমা দাস চৌধুরীকে সমর্থন জানান এবং তাকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন।

ঢাকা জার্নাল, মে ২৪, ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.