টেকনাফে ১৯ লাশ উদ্ধার

মে ১৬, ২০১৩

cyclone-mahasen-01bg20130516072415ঢাকা জার্নাল: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ১৯ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব মৃতদেহ সাগরে ভেসে আসে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েকটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি শিশু, ৫ জন নারী এবং ৩ জন পুরুষের লাশ রয়েছে। এসব মৃতদেহ থেকে মায়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এরই প্রেক্ষিতে এসব লাশ মিয়ানমারের নাগরিক বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

এএসপি বাবুল আকতার বলেন, “ঘূর্ণিঝড় মহাসেনের কবলে নৌকা ডুবির ঘটনায় মায়ানমারের দুই’শ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। এসব মৃতদেহ তাদের একটি অংশ হতে পারে।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন বঙ্গোপসাগরের টেকনাফ পয়েন্টে আরো মৃতদেহ দেখা গেছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে তারা জানান।

বাংলাদেশ সময়: ১৯ ১২ ঘণ্টা, মে ১৬, ২০১৩

ঢাকা জার্নাল, মে ১৬, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.