মঙ্গলবার থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধ

মে ১৩, ২০১৩
34577_Garments Warker
ঢাকা জার্নাল: শ্রমিক অসন্তোষের মুখে নিরাপত্তার কারণ দেখিয়ে আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

সোমবার সন্ধ্যায় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

অস্থিরতা সৃষ্টি হলে অন্য এলাকার পোশাক কারখানার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে তিনি বলেন, শ্রম আইনের ১৩ (ক) ধারায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর ফলে বন্ধ সময়ে কোনো বেতন পাবেন না শ্রমিকরা।

এর আগে বেতন-ভাতা বাড়ানো ও কর্মস্থলে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে সোমবার বিক্ষোভের পর আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে, রাতে এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, কেবল আশুলিয়ায় গোলযোগপূর্ণ কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.