৮ নতুন বীমা কোম্পানি নিবন্ধনের আবেদন

মে ১১, ২০১৩
IDRA Logo
ঢাকা জার্নাল: নতুন বীমা কোম্পানির নিবন্ধন পেতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে আটটি আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে সাতটি জীবন বীমা ও একটি সাধারণ বীমা কোম্পানি রয়েছে।সাধারণ বীমার জন্য নিবন্ধন আবেদন করা কোম্পানি হলো সেনাকল্যাণ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জীবন বীমা কোম্পানি গুলো হলো- সেনাকল্যাণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মহান বাংলা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিটি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কর্ণফুলী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অব ইন্ডিয়া ও ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বীমা কোম্পানি নিবন্ধন আবেদনের জন্য ১৫ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এর আগে আরো দু’বার সময় বাড়ায় আইডিআরএ। জানা গেছে, মূলধন পরিশোধ সংক্রান্ত জটিলতায় নিবন্ধন পেতে আবেদন করছেন না উদ্যোক্তরা। শেষ দফা সময় শেষ হওয়ার ৫ দিন আগে এ আটটি আবেদনপত্র জমা পড়েছে। তবে বাকি সময়ের মধ্যে আরও বেশ কয়েকটির আবেদন জমা পড়বে বলে মনে করছে নিয়ন্ত্রণ সংস্থা। এর আগে দুই শতাধিক প্রস্তাবিত বীমা কোম্পানি নামের ছাড়পত্র পায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.