‘রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করতে চাই’

মে ৯, ২০১৩

Rokeya_University_logo

ঢাকা জার্নাল- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ড. নূর-উন নবী বলেছেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করতে চাই। বাংলাদেশের মানুষ যেন রোকেয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব করে। এজন্য আমি সবার সহযোগিতা কামনা করি।’

 

তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় চরম সঙ্কটের মুখে পড়েছে। সেখান থেকে উদ্ধার করে বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো।’

 

বুধবার নতুন ভিসি প্রথম অফিস করেছেন। এরপর তিনি রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

 

আগের ভিসি আব্দুল জলিল মিয়া অনেক অনিয়ম এবং অবৈধভাবে লোক নিয়োগ দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নতুন ভিসি বলেন, ‘আমি আর পেছনের বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। যাতে বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে বিঘ্ন হয়, দুর্গন্ধ হয়। বরং সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

 

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় সম্মান, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা যা করার দরকার তা করা হবে।’

 

তিনি আরও বলেন, ‘আগামী ১৪ মে এ বিশ্ববিদ্যালয় খোলা হবে। একাডেমিক কার্যক্রম চালু হবে। কেউ আন্দোলন করলে সংঘর্ষ বাধলেও এ বিশ্ববিদ্যালয় আর বন্ধ হবে না। কারণ ৫ বছর বয়সী এ বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪ হাজার শিক্ষার্থী এরই মধ্যে ৬ মাসের সেশন জটে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে সেশন জট বন্ধ করা হবে। এ জন্য শিক্ষকদের পরামর্শ দেওয়া হয়েছে।’

 

ড. নূর-উন নবী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে কম্পিটিশনে নেওয়া যায় কিনা সে সিদ্ধান্ত আমরা নিচ্ছি। কারণ আমি এ অঞ্চলের ছেলে। এ বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে চাই। যাতে দেশের মানুষ বলবে- চলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের ভর্তি করাই। কারণ সেখানে শিক্ষার মান অনেক ভালো।’

 

ভিসিকে সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন অনুষদ, বিভাগ, দফতর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.