বাংলা ভাষার ইতিহাস নিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন

মে ৮, ২০১৩

unnamedঢাকা জার্নাল: বলা হয়, বর্তমান তরুণ প্রজন্ম বই পড়ার চেয়ে মোবাইল বা ল্যাপটপে সময় কাটাতেই বেশি পছন্দ করে৷ ফলে তাদের কাছে কোনো তথ্য পৌঁছে দিতে এসব ডিভাইসের ব্যবহার সফলতা নিয়ে আসতে পারে৷

এই লক্ষ্যেই বাংলা ভাষার ইতিহাস নিয়ে তৈরি হলো মোবাইল অ্যাপ ‘আমার বাংলা ভাষা’৷ তৈরি করেছে ‘পাওয়ার গ্রুপ বিডি’ নামে সাতজনের একটি দল৷ তাদেরই একজন সাব্বির আহমেদ খান৷

সাব্বির বলেন, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস, এর প্রচলন, ভাষা আন্দোলন ও তাতে ভাষা শহীদদের অবদান সম্পর্কিত নানা তথ্য জানা যাবে৷ এসব বিষয়ে অডিও ও ভিডিও সংযোজন করা হয়েছে অ্যাপটিতে৷

সাব্বির বলেন, প্রয়োজনীয় তথ্য পেতে তারা এ সংক্রান্ত বিভিন্ন বই ও ওয়েবসাইটের সাহায্য নিয়েছেন৷ আপাতত গুগলের অ্যাপ স্টোর থেকে এটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে৷ আইফোন আর আইপ্যাড ব্যবহারকারীদের কথা বিবেচনা করে তাদের জন্যও অ্যাপটি তৈরির করার কাজ চলছে৷

এর আগে গত বিজয় দিবসে ‘বাংলাদেশ’ নামে আরেকটি অ্যাপ তৈরি করেছিল সাব্বির ও তাঁর দল৷ তাতে বাংলাদেশের ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন ছবি ও ভিডিও যোগ করা হয়েছে৷

সাব্বির বলেন বর্তমান তরুণ প্রজন্ম বিভিন্ন ডিভাইস নিয়েই সময় কাটায়৷ তাই আমরা চেয়েছি আমাদের গৌরবের ইতিহাসগুলো এই ডিভাইসে নিয়ে যেতে৷ এতে করে যারা এই ইতিহাস জানে না তারা সহজেই তা জানতে পারবে৷

ভবিষ্যতে ২৬শে মার্চ ও পহেলা বৈশাখ নিয়েও অ্যাপ তৈরির পরিকল্পনা করছেন সাব্বির ও তাঁর বন্ধুরা৷ এই দলে আরও রয়েছেন বিক্রম দাস, নিরুপমা সাহা, কাজী রিফাত হাসান, জাহ্রা জাহান পার্লিয়া, শ্যামশ্রী রায় ও নাফিস রহমান৷ তারা সবাই আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া করেছেন একসঙ্গে৷

অ্যাপটি পেতে ক্লিক করুন:
https://play.google.com/store/apps/details?id=com.powergroupbd.amarbanglavasha

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.