ভালোবাসা দিবসে ছোট পর্দায় অভিষেক ‘উপমা’র

জানুয়ারি ৩১, ২০১৩

DSC08601ঢাকা জার্নাল : মোক্ষম সময়ে প্রিয়জনের সান্নিধ্যে উপমা। জীবনে প্রথম রাতের গন্ধে খুঁজে পায় নতুন জীবন।

DSC08582প্রিয় রাত হয়ে ওঠে আরও প্রিয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বেজে ওঠে কলিংবেল। রাতের সবটুকু সময় আতঙ্কের হয়ে ওঠে। ভুলে থাকা ভয়ঙ্কর সময় এসে বাসা বাঁধে তার মনে।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রচারের জন্য এ রকম একটি গল্প নিয়ে তৈরি ‘কলিংবেল’। ছোট পর্দায় এ নাটকের মধ্য দিয়ে নবাগত নিতু হোসেন উপমা’র অভিষেক ঘটছে নায়িকা হিসেবে।‘ফেরা’ নাটকে জেলের মেয়ের ভূমিকায় শিশুশিল্পী হিসেবে ছোট পর্দায় যাত্রা শুরু তার। এরপর নায়িকা হিসেবে নিজেকে প্রস্তুত করে প্রথমবারের মতো ছোট পর্দায় পা রাখলেন উপমা। নাটকটি প্রচার হবে দিগন্ত টেলিভিশনে।

একটি কলিংবেলের শব্দ উপমাকে যেভাবে আজও দগ্ধ করে, পোড়ায়।DSC08468 সেই কলিংবেলের শব্দ বাসর রাতে তাকে শুনতে হবে ভাবেনি উপমা। তবে, কাহিনী এখানেই থেমে থাকেনি। ভিন্ন দিকে মোড় নিয়েছে। তা দেখা যাবে ভালো দিবস ১৪ ফেব্রুয়ারিতে হারুন অর রশীদ প্রিন্সের পরিচালনায় ‘কলিংবেল’ নাটকটি নির্মিত হয়েছে ইমন টেলিমিডিয়ায়।বাসেদ সিমনের গল্পে নাট্যরূপ দিয়েছেন শারমিন চৌধুরী ইফসিতা।।

মাদারীপুরের হালিশহর গ্রামের মেয়ে উপমা। বাবা দেলওয়ার হোসেন পুরোনো ঢাকায় ব্যবসা করেন। মা তসলিমা হোসেন গৃহবধূ। তবে মার প্রচণ্ড ইচ্ছার কারণেই এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী উপমা নাটকে কাজ করার সুযোগ পায়।

এস এম আববাস, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.