বেতন পাচ্ছেন না সাভারের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা

মে ৭, ২০১৩

BGMEA-ঢাকা জার্নাল: সাভারের রানা প্লাজার সবক’টি গার্মেন্টের শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা করার পরেই বেতন ও পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় দাবি করেছে তারা।

সোমবার কাওরান বাজারে বিজিএমইএ ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, এখন পর্যন্ত মাত্র দু’টি কারখানা শ্রমিকের তালিকা তৈরি করা গেছে। বাকি তিনটি কারখানা শ্রমিকের তালিকা তৈরি করতে আরো দুই তিন দিন সময় লাগতে পারে। ফলে ৭ মে শ্রমিকদের বেতন দেয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘রানা প্লাজার পাঁচটি পোশাক কারখানা শ্রমিকদের বেতন পাওনাদি পরিশোধের জন্য বিজিএমইএ নিরলসভাবে কাজ করছে। ইতিমধ্যেই আমরা নিউওয়েভ স্টাইল লিমিটেড ও নিউওয়েভ বটমস লিমিটেডের কর্মরত শ্রমিকদের তালিকা তৈরি করতে সক্ষম হয়েছি। বাকি তিনটি কারখানা তলিকা তৈরি করতে আরো দুই তিন দিন সময় লাগতে পারে।’

তিনি জানান, নিউওয়েভ স্টাইল লিমিটেডের শ্রমিক সংখ্য ১ হাজার ৫৪৩ জন এবং নিউওয়েব বটমস লিমিটেডের শ্রমিক সংখ্যা ৫শ ৯৮ জন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানিয়ে বলেন, ‘আমাদের এ শিল্পে ৪০ লাখ লোক নিয়োজিত রয়েছে। আর এ শিল্পের ওপর নির্ভরশীল অন্তত ৪ কোটি লোক। অথচ এ শিল্পের জন্য কোনো স্বতন্ত্র মন্ত্রণালয় নেই।’

তিনি বলেন, ‘গতকাল (রোববার) আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে পোশাক শিল্পের জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছি। পাশাপাশি মন্ত্রণালয়টিকে প্রধানমন্ত্রীর অধীনে রাখার জন্যও আমরা অনুরোধ করেছি।’

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ফজলুল আজিম, বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস, আব্দুস সালাম মুর্শেদী,  বর্তমান কমিটির সহসভাপতি এসএম মান্নান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.