চট্টগ্রামে হেফাজত-পুলিশ সংঘর্ষে নিহত ৫, আহত অর্ধশত

মে ৬, ২০১৩

hefajote-islampঢাকা জার্নাল: রাঙামাটি ও খগড়াছড়ি পার্বত্য জেলায় পুলিশ ও হেফাজত সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আনোয়ার জাহিদ (২২), আবু নোমান, মামুন, সাজ্জাদ ও জসিম উদ্দিন। আনোয়ারের বাড়ি সিলেটে। অন্যদের ঠিকানা পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দুই জন ও হাটহাজারি আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে।

হতাহতদের মধ্যে হেফাজতকর্মী ছাড়াও সাধারণ মানুষ রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।

রাঙামাটি ও খগড়াছড়ি পার্বত্য জেলায় রোববার বিকেল চারটা থেকে অবরোধ চলছিল। সোমবার বিকেল সাড়ে তিনটায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধ প্রত্যাহার করতে বলে। কিন্তু তারা অবরোধ চালিয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিকেল সোয়া তিনটায় টিয়ার শেল ও গুলি ছোড়ে। এতে ওই চার হেফাজতকর্মী নিহত হন।

আহত কয়েকজন হলেন, আশিক (২৩), জাকির (২০), সাইদুর রহমান (২৪), মাহবুব (২০), আসাদ (২৮) ও নোমান।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.