ইরানের সামরিক স্থাপনায় পৃথক জঙ্গি হামলা, নিহত ৫

এপ্রিল ৪, ২০২৪

ইরানের সামরিক স্থাপনায় পৃথক জঙ্গি হামলার ঘটনায় ৫ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহারে অবস্থিত ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতরকে লক্ষ্য করে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল এই হামলা চালিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় অন্তত ৮ জঙ্গি নিহত হয়েছে।

একটি চরমপন্থি সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল। এটি দক্ষিণ-পূর্ব ইরান এবং পশ্চিম পাকিস্তানি প্রদেশ বেলুচিস্তানে কাজ করে।