একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত

মার্চ ১৬, ২০২৪

দেশে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে শনিবার (১৬ মার্চ) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৭৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ৬৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪৯ হাজার ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯২ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।