স্টেপোভ নামের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী

ফেব্রুয়ারি ২৮, ২০২৪

ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের আভদিভকা শহরের স্টেপোভ নামের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। আভদিভকার নিকট এ নিয়ে তিনটি গ্রাম দখল করলো তারা। স্টেপোভ দখলের বিষয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আভদিভকা থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত স্টেপোভ। গ্রামটি দখল করেছে রুশ বাহিনী।

জানা গেছে, এর আগে সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী আভদিভকার কাছের লাস্তোচকাইন ও সেভেরন নামের দুটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী।দুই গ্রাম থেকেই সেনা প্রত্যাহারের ঘোষণা করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট দেশটির সেনাবাহিনীর তাভরিয়া গোষ্ঠীর মুখপাত্র দিমোত্র লাইখোভিকে উদ্ধৃত করে মঙ্গলবার বলেছে, আভদিভকার কাছাকাছি স্টেপোভ ও সেভেরনে গ্রাম থেকে যোদ্ধাদের প্রত্যাহার করা হয়েছে।

গত বছর মে মাসে বাখমুত দখলের পর কয়েক মাসের টানা লড়াইয়ের পর আভদিভকা দখল ছিল রণক্ষেত্রে রাশিয়ার গুরুত্বপূর্ণ সাফল্য।