ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

জানুয়ারি ২৯, ২০২৪

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ জানুয়ারি) দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয় ১-এ চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। নিয়ম অনুযায়ী সেখান থেকে আদালতে চার্জশিট দাখিল করবেন দুদক কর্মকর্তারা।

দুদক সচিব মো. মাহবুব হোসেন সোমবার (২৯ জানুয়ারি) বিকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, তদন্ত শেষে দণ্ডবিধি ও মানিলন্ডারিং আইনে ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের উদ্দেশ্যে স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে এ চার্জশিট দেওয়া হয়েছে।