প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা

জানুয়ারি ২২, ২০২৪

চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সকাল ১০টা থেকে পাঠদান শুরু করার নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন এই সময়সূচি মোতাবেক পাঠদান করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে বিদ্যালয় বন্ধ সংক্রান্ত আগের আদেশ বহাল থাকবে বলেও নতুন এই আদেশে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এ ছাড়াও এই মন্ত্রণালয় থেকে গত ১৬ জানুয়ারি জারিকৃত ৩৮.০০.০০০০.০০৮.৯৯.০০১.১৬-১৩ নং স্মারকের নির্দেশনা যথারীতি বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার বলেন, ‘আমরা আদেশটি পেয়েছি। সংশ্লিষ্ট উপজেলায় আদেশের কপি পাঠানো হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি হলে প্রতিষ্ঠান চালু থাকবে এবং আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে।’