ননক্যাডার থেকে ৮৯৩ জনকে নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়

জানুয়ারি ২, ২০২৪

দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ধারাকে আরও বেগবান করতে নতুন বছরের প্রথম দিন কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন প্রতিষ্ঠানগুলোয় ৪০তম বিসিএস ননক্যাডার থেকে সুপারিশ করা মোট ৮৯৩ জনকে নিয়োগ করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নিয়োগ পাওয়াদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে সুপারিশ করাদের মধ্যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার পদে একজন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে চার জন, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ১১১ জন, টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর পদে ৫১৪ জন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে ২৬৩ জন নিয়োগ নিয়োগ পেয়েছেন।

উল্লেখ্য, কারিগরি শিক্ষা খাতে শিক্ষক সংকট দূর করতে সরকার এর আগেও কয়েক দফায় শিক্ষক নিয়োগ করেছে।