ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

ডিসেম্বর ২৪, ২০২৩

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিকেল প্রক্রিয়াজাত কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রবিবার (২৪ ডিসেম্বর) চীনা অর্থায়নে পরিচালিত এই কারখানায় বিস্ফোরণে অন্তত ৩৯ জন আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের একজন মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশে অবস্থিত পিটি ইন্দোনেশিয়া তিংশান স্টেইনলেস স্টিলের মালিকানাধীন নিকেল কারখানায় সকাল সাড়ে পাঁচটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ডেডি কুর্নিয়াওয়ান বলেন, এই ঘটনায় অন্তত ৫১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন। বাকি ৩৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে সাত জন ইন্দোনেশিয়ান বাকি পাঁচজন বিদেশি। কিন্তু বিদেশিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বিস্ফোরণের সম্ভাব্য কারণ তুলে ধরে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চুল্লি মেরামতের সময় কিছু দাহ্য তরল জ্বলে উঠে। পাশেই অক্সিজেন ট্যাংক থাকায় বিস্ফোরণ হয়েছে।

আগুনের পরিস্থিতি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সকালের মধ্যেই সফলভাবে আগুন নেভানো হয়েছে।

নিহতদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করে মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিচালনাকারী সংস্থা বলেছে, নিহতদের দেহাবশেষ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত জানুয়ারি মাসে শ্রমিকের নিরাপত্তা ও বেতন নিয়ে বিক্ষোভ হয়েছে। সেই দাঙ্গায় নিকেল গলানোর কারখানায় একজন চীনা নাগরিকসহ দুই শ্রমিক নিহত হন।