গাজা ইস্যুতে আমরা ভোট দিতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বর ২২, ২০২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা বিষয়ক রেজুলেশন প্রস্তাবে ভোট দিতে প্রস্তুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (২১ ‍ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার কাউন্সিল বৈঠকের পর বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড সাংবাদিকদের বলেন, ‘আপনাদের এ বিষয়ে অবগত করতে চাই যে গত সপ্তাহে আমিরাতবাসীর সঙ্গে, অন্যদের সঙ্গে, মিসরের সঙ্গে আমরা সমর্থনযোগ্য একটি রেজুলেশন নিয়ে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং আমাদের কাছে এখন সেই রেজুলেশনটি আছে।’

এসময় তিনি আরও বলেন, ‘আমরা এতে ভোট দিতে প্রস্তুত।’

এটি এমন একটি রেজুলেশন, যা প্রয়োজনীয় মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করবে। এ বিষয়ে লিন্ডা বলেন, ‘এটি মিসরের অগ্রাধিকার দেওয়া মানবিক সহায়তার বিষয়টিকে সমর্থন করবে এবং আমরা এগিয়ে যেতে প্রস্তুত।’

দীর্ঘ আলোচনা এবং বেশ কয়েক দিন বিলম্বের পর শুক্রবার কাউন্সিল চতুর্থবারের মতো গাজা ইস্যুতে একটি রেজুলেশন প্রস্তাবের ওপর ভোট স্থগিত করেছে। ওই রেজুলেশনটিতে অবিলম্বে গাজা উপত্যকায় ‘নিরাপদ, বাধাহীন এবং প্রসারিত’ মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ‘জরুরি পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন এই রাষ্ট্রদূত বলছিলেন, ‘আমি কীভাবে ভোট দেবো তা জানাবো না, তবে একটি রেজুলেশন থাকবে—আর যদি ওই রেজুলেশনটিই সামনে রাখা হয়—তবে আমরা তা সমর্থন করবো।’

টমাস-গ্রিনফিল্ড বলেছেন, ‘এটি অত্যন্ত শক্তিশালী একটি রেজুলেশন, যা আরব গোষ্ঠীর পূর্ণ সমর্থন পেয়েছে।’

তিনি আরও বলেন, এই রেজুলেশন ‘অবশ্যই’ অবিলম্বে সেখানে মানবিক সাহায্য প্রবাহ শুরু করতে সহায়তা করবে।

তিনি বলছিলেন, ‘তবে প্রতিদিনই আমরা মানবিক সহায়তা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি।’